ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। সেই সাথে ত্রাণ খুজতে বের হয়ে আহত হয়েছেন আরও ১৭৬ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
২৪ ঘণ্টায় এসব নিহত ব্যক্তিরা অধিকাংশই শিশু এবং ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৫৬ হাজার ৩৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক লাখ ৩২ হাজার ৬৩১ জন। ২০ মাসেরও বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চলছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে।
গতকাল স্পেনও এক বিবৃতিতে গাজায় যুদ্ধ বিরতিতে ইসরায়েলকে হুসিয়ারি দিয়েছে। জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।