ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘আমেরিকা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক :
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘আমেরিকা পার্টি’ ছবি: সিএনএন
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘আমেরিকা পার্টি’ ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, নতুন দলটির নাম ‘আমেরিকা পার্টি’।

মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’ তিনি জানান, এর আগে এক্স প্ল্যাটফর্মে তিনি একটি জরিপ চালান, যেখানে প্রায় ১২ লাখ মানুষ অংশ নেন এবং তাদের দুই-তৃতীয়াংশই নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দেন।

ট্রাম্পের সঙ্গে দূরত্ব:

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক এই সহযোগী ও অর্থদাতা মাস্কের এই পদক্ষেপকে ওয়াশিংটন রাজনৈতিক মহলে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এক সময় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ সহায়তা দেওয়া মাস্ক, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন।

তবে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের 'বিগ বিউটিফুল বিল' নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধির বিল নিয়ে মাস্কের সঙ্গে তাঁর মতবিরোধ শুরু হয়। মাস্ক বলেন, ‘এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।’

তিনি আরও জানান, যেসব আইনপ্রণেতা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন, ভবিষ্যতের নির্বাচনে তাঁদের হারাতে তিনি অর্থ ব্যয় করবেন।

রিপাবলিকানদের চিন্তা বাড়ছে:

মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ আগামী ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনকে ঘিরেই কার্যক্রম শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন।

তবে রিপাবলিকান শিবিরে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। দলটির নেতারা মনে করছেন, মাস্কের এই দল নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

মাস্ক বনাম ট্রাম্প দ্বন্দ্বের প্রভাব:

দুই প্রভাবশালী ব্যক্তির এই দ্বন্দ্বের প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতি ও প্রযুক্তি খাতেও। মাস্কের কোম্পানি টেসলার শেয়ারের দাম ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে পড়ে গেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে জয়লাভ করার পর টেসলার শেয়ারের দাম ৪৮৮ ডলার ছিল, যা গত সপ্তাহে এসে দাঁড়ায় মাত্র ৩১৫ ডলারে।

এরপর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার থেকে মাস্কের কোম্পানিগুলো যে ভর্তুকি পায়, তা বন্ধ করে দেওয়া হতে পারে।

দীর্ঘমেয়াদি প্রভাব কী?

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—এই দুই দলের আধিপত্য চলে আসছে গত ১৬০ বছর ধরে। সেই অবস্থানে চ্যালেঞ্জ ছুড়ে মাস্কের ‘আমেরিকা পার্টি’ কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, মাস্কের জনপ্রিয়তা, সম্পদ ও প্রযুক্তিখাতের প্রভাব এই নতুন দলকে অন্য যেকোনো ‘থার্ড পার্টি’র চেয়ে এগিয়ে রাখবে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত