আইআরজিসি প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আইআরজিসি প্রধান আলী সাদমানি ছবি: ডাব্লিউএসজে
আইআরজিসি প্রধান আলী সাদমানি ছবি: ডাব্লিউএসজে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। এই খবর প্রকাশ করেছে আল জাজিরা।

ইসরায়েল সেনাবাহিনী আলী সাদমানিকে “ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার” এবং “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠজন” হিসেবে উল্লেখ করেছে।

তবে সাদমানিকে হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে গত শুক্রবার ইসরায়েল খাতাম আল-আনবিয়ার তৎকালীন প্রধান গোলাম আলি রাশিদকে হত্যা করে। তার মৃত্যুর পরই আলী সাদমানিকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত