শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশেদা রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সম্পাদক রাফাত আরা জলি, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন (আমু) ও দপ্তর সম্পাদক এডভোকেট মৌলুদা পারভীন।
এছাড়া কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন।
এছাড়া যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।
এদের মধ্যে ছিলেন—উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান; কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা; ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খানসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা দলের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য এবং আগামী আন্দোলন সংগ্রামকে বেগবান করার দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার উপর গুরুত্বারোপ করা হয়।