নূরে আলম সিদ্দিকী বাঘারপাড়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত
বহুল আলোচিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঘারপাড়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নূরে আলম সিদ্দিকী। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক প্রদত্ত মনোনয়নপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
একইসঙ্গে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ মাসুদ আলম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে এ মনোনয়ন কার্যকর করা হয়।
মনোনয়নে উল্লেখ করা হয়, গভর্নিং বডির মেয়াদ হবে পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি গঠন সংক্রান্ত ‘সংশোধিত সংবিধি ২০১৯’-এর ৭ নম্বর ধারার আলোকে ভাইস-চ্যান্সেলর যে কোনো সময় এই মনোনয়ন প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।
বাঘারপাড়া ডিগ্রী কলেজের নতুন গভর্নিং বডি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কলেজের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
নবনির্বাচিত সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, “আমি গভীরভাবে কৃতজ্ঞ ও দায়িত্ববোধে অবিচল। কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাব।”