জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে বাগেরহাটে জাতীয়তাবাদী দল- বিএনপি মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪ টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
কালো ব্যাজ পরিধান এবং কালো পতাকা নিয়ে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মিছিল ও দোয়া মাহফিলে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, হাদিউজ্জামান হিরো, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, শেখ আল মামুন সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অভিলম্বে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।