শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শার্শা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসক ডা. কাজি নাজিব হাসান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি রামপুপুর সর্বজনীন পূজা মণ্ডপ, উলাশী সর্বজনীন পূজা মণ্ডপ, হাড়িখালি সর্বজনীন পূজা মণ্ডপ, গোগা সর্বজনীন পূজা মণ্ডপ, গোগা পশ্চিমপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ, বাগআঁচড়া সর্বজনীন পূজা মণ্ডপ এবং সামটা পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ একে একে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, সজ্জা ও পরিবেশ ঘুরে দেখেন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পূজার আয়োজকদের সাথেও কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন।
এ সময় উপজেলা প্রশাসক ডা. কাজি নাজিব হাসান বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সব মানুষের মিলনমেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রেখে সবাইকে মিলেমিশে উৎসব উপভোগ করার আহ্বান জানাই।
পরিদর্শনে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহারিয়ার মঞ্জু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, বাগআঁচড়া বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
স্থানীয় পূজা মণ্ডপ আয়োজকরা উপজেলা প্রশাসকের এই সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।