বেনাপোলের সংবাদপত্র বিক্রেতা আজাদ ডেঙ্গুতে আক্রান্ত, চিকিৎসাধীন

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেনাপোলের সংবাদপত্র বিক্রেতা আজাদ ডেঙ্গুতে আক্রান্ত, চিকিৎসাধীন ছবি: খবরপত্র
বেনাপোলের সংবাদপত্র বিক্রেতা আজাদ ডেঙ্গুতে আক্রান্ত, চিকিৎসাধীন ছবি: খবরপত্র

বেনাপোলের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা আজাদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা তাকে এখনও পর্যবেক্ষণে রেখেছেন।

দীর্ঘ ২৬ বছর ধরে আজাদ প্রতিদিন ভোরে বাইসাইকেল চালিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকা, স্থলবন্দর ও আশপাশের বাজারে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক সংবাদপত্র পৌঁছে দেন। ঝড়-বৃষ্টি কিংবা অসুস্থতা—কোনো কিছুই তাকে সংবাদপত্র বিতরণের দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি। পাঠকদের দোরগোড়ায় খবরের কাগজ পৌঁছে দিতে গিয়ে অনেক সময় কষ্ট ও অবহেলার শিকার হলেও তিনি দায়িত্ব পালন করে গেছেন নিরলসভাবে।

হঠাৎ তার অসুস্থতায় অনেক পাঠক কয়েকদিন ধরে নিয়মিত পত্রিকা পাচ্ছেন না। অনেকে জানেনও না তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ প্রসঙ্গে আজাদ জানিয়েছেন, “সাংবাদিকসহ পাঠক ও সুধী সমাজের কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করছি।”

স্থানীয়রা জানান, আজাদের মতো নিবেদিতপ্রাণ সংবাদপত্র বিক্রেতার অসুস্থতায় বেনাপোলবাসী উদ্বিগ্ন। তারা দ্রুত তার সুস্থতা কামনা করেছেন।

বিষয়:

সংবাদপত্র
এলাকার খবর

সম্পর্কিত