সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

খবরপত্র ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ অনুষ্ঠান শুরুর পূর্বেই ছবি: সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ অনুষ্ঠান শুরুর পূর্বেই ছবি: সংগৃহীত

সাত দফা দাবির পক্ষে ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ (শনিবার) জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দলটি এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করলো। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে নেতাকর্মীরা ঢাকায় আসেন। সেখান থেকে মিছিল সহকারে তারা সমাবেশস্থলে প্রবেশ করেন। অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। কারও কারও গায়ে ছিল জামায়াতের মনোগ্রাম ও প্রতীক সংবলিত টি-শার্ট ও পাঞ্জাবি।

নেতাকর্মীদের আগমনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সারি সারি গাড়িতে করে নেতাকর্মীরা যাত্রাবাড়ী দিয়ে ঢুকতে থাকায় এই অবস্থা তৈরি হয়।

জামায়াতের সাত দফা দাবি:

১. অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

২. সব গণহত্যার বিচার।

৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার।

৪. 'জুলাই সনদ' ও ঘোষণাপত্র বাস্তবায়ন।

৫. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।

৬. সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন।

৭. এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।

সমাবেশে জামায়াত নেতারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত দলটি রাজপথে থাকবে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত