শার্শার ধান্যতাড়া গ্রামে তৃপ্তির গণসংযোগে নতুন রাজনীতির অঙ্গীকার

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শার ধান্যতাড়া গ্রামে তৃপ্তির গণসংযোগে নতুন রাজনীতির অঙ্গীকার ছবি: খবরপত্র
শার্শার ধান্যতাড়া গ্রামে তৃপ্তির গণসংযোগে নতুন রাজনীতির অঙ্গীকার ছবি: খবরপত্র

শার্শার ধান্যতাড়া গ্রামে তৃপ্তির গণআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।

শনিবার শার্শার কায়বা ইউনিয়নের ধানতারা গ্রামে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“বাংলাদেশে যারা রাজনীতি করে, তারা অনেকেই রাজনীতি নিয়ে ব্যবসা করে। ক্ষমতায় গেলে জনগণের খবর কেউ রাখে না। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও আছে। আমরা রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই—যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য।”

তিনি আরও বলেন,“আগামী দিনের শার্শা হবে স্বস্তি, শান্তি ও উন্নয়নের। এখানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসনের মত শোষণ-নির্যাতন আর চলবে না। আমরা সকল নাগরিকের রাষ্ট্রীয় অধিকার সু-নিশ্চিত করবো। বিএনপির কোনো নেতা-কর্মী কারও প্রতি অত্যাচার বা জুলুম করবে না। কারণ আমরা ক্ষমা করতে জানি। তবে কোনো চরম সন্ত্রাসী বা জুলুমবাজকে ছাড় দেয়া হবে না—তাদের আইনের আওতায় আনা হবে।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন বাবলু,শ্রমিক দলের সভাপতি প্রার্থী আব্দুল হান্নান।

বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় এলাকায় এ গণসংযোগকে ঘিরে উল্লেখযোগ্য উৎসাহ ও জনসম্পৃক্ততা লক্ষ্য করা গেছে।

এলাকার খবর

সম্পর্কিত