শার্শার উলাশী ইউনিয়নে বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শার উলাশী ইউনিয়নে বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছবি: সংগৃহীত
শার্শার উলাশী ইউনিয়নে বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকালে শার্শার উলাশী ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যশোর জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, যশোর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ সবুর হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর এবং উলাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কদর আলীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ইসলামী দলগুলোকে একত্রিত করেছিলেন এছাড়াও তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন এবং গোলাম আজমকে বাংলাদেশে আসার সুযোগ করে দিলেন। এই দলই আবার বিভিন্ন সময় অন্য  দলের উপর চেপে বসে ১৯৯৬ তে আওয়ামী লীগের ঘাড়ে ও ২০০১ সালে বিএনপির ঘড়ে এবং ২০২৫ সালের এনসিপির ঘাড়ে ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। তাই আমাদের আরো সুসংগঠিত হতে হবে এবং একত্রিত থাকতে হবে।সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, এই ইউনিয়নে আওয়ামী লীগের দশরদের হাতে একাধিক বিএনপি নেতাকর্মীর জীবন গেছে । এই ইউনিয়ন ছিল আওয়ামী সন্ত্রাসীর ঘাঁটি। যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছে তাদের মাগফেরাত কামনা করি। একই সাথে আমাদের সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে বিভক্ত হওয়া যাবেনা।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করে গণআন্দোলনে যুক্ত হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতিআহ্বান জানান।

 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত