যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৩)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৩)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, খবরপত্র ছবি:
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৩)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, খবরপত্র ছবি:

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের আশ্রম রোডে ভাংড়ি তুহিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় সোহান আশ্রম রোড এলাকায় অবস্থান করছিলেন। এসময় স্থানীয় যুবলীগ নেতা ভাংড়ি তুহিনের ছেলে রাতিন (২১) ওরফে ড্যান্ডি রাতিন হঠাৎ সোহানের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। এতে সোহান পেটের নিচের উভয় পাশে গুরুতরভাবে রক্তাক্ত জখম হন।

সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। আহত সোহানুর রহমান সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে ড্যান্ডি রাতিনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে তিনি ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করতেন। তার বাবা ভাংড়ি তুহিন স্থানীয় যুবলীগ নেতা, তার বিরুদ্ধেও দুর্নীতি,চুরি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

এদিকে ঘটনার পরপরই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহানুর রহমান সোহানকে দেখতে যান খুলনা বিভাগীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিদুর রহমান সাগর, ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ এম এম কলেজ সিটি কলেজ,পলিটেকনিক কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এলাকার খবর

সম্পর্কিত