রাজধানীর মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য আত্নগোপনে আছে। অভিযান চালিয়ে পলাতক সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।