ভাবমূর্তি পুনরুদ্ধারের এখনই সুযোগ: সিইসি

কাজী এফ এস পরম, স্টাফ রিপোর্টার | খবরপত্র
ভাবমূর্তি পুনরুদ্ধারের এখনই সুযোগ: সিইসি, খবরপত্র ছবি:
ভাবমূর্তি পুনরুদ্ধারের এখনই সুযোগ: সিইসি, খবরপত্র ছবি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “বিগত নির্বাচনে প্রশাসন ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবার সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই বড় সুযোগ।”

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “আমার সহকর্মীরা যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের অনুরোধ করবো—আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। আমরা প্রমাণ করতে চাই, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে—যদি সত্যিই আন্তরিক হয়।”

তিনি আরও বলেন, “১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের মতোই এবারও আমরা প্রমাণ করবো, সুষ্ঠ নির্বাচন সম্ভব। ভোটের তারিখ নিয়ে এখন কিছু বলছি না। যথাসময়ে সব বিস্তারিত জানানো হবে।”

সিইসি জানান, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদেরও পার্টনার করা হবে। পজিটিভ খবর ছড়িয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডি সভাপতি কাজী জেবেল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত