আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বেনাপোল পৌরসভার ৫নং ওয়ার্ডের দিঘীরপাড় এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্পর্ক উন্নয়ন, নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ়করণ এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে শুক্রবার রাত ৭টায় দিঘীরপাড় বাজারে এই গণজামাই ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের অধিকার। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু, ইদ্রিস মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, মোঃ মফিজুর রহমান পিন্টু, সাইফুল ইসলাম আসাদসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৭ বছর আমরা সংগ্রাম করেছি, রাজপথে আন্দোলন করেছি। যদি ধানের শীষকে বিজয়ী করা যায়, তবে দেশে গণতন্ত্র ফিরবে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার সঠিক পথে এগিয়ে যাবে।”
উঠান বৈঠকে শোভাবর্ধনকারী বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি পুরো দিঘীরপাড় এলাকাকে উৎসবমুখর করে তোলে।