বেনাপোল ইমিগ্রেশনে নেত্রকোনার সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান যোশেফ আটক

ফোরকান জামান, শার্শা (যশোর) প্রতিনিধি
বেনাপোল ইমিগ্রেশনে নেত্রকোনার সাবেক  চেয়ারম্যান সানোয়ারুজ্জামান যোশেফ আটক ছবি: খবরপত্র
বেনাপোল ইমিগ্রেশনে নেত্রকোনার সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান যোশেফ আটক ছবি: খবরপত্র

 ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২)-কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। যোশেফ মেডিকেল ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, যোশেফের পাসপোর্ট চেকিংয়ের সময় তার নামের সঙ্গে জড়িত একাধিক মামলা ডাটাবেজে শনাক্ত হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক জাকারিয়া হোসেন বলেন, “ভারতে যাওয়ার সময় যোশেফের তথ্য যাচাই করে একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।”

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, “একাধিক মামলার আসামি যোশেফকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।”

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাছেল মিয়া বলেন, “আটক যোশেফকে থানায় আনা হয়েছে। নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত