বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে বেনাপোল পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দীপু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আল-মামুন বাবলু ও শহীদুল ইসলাম শহীদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খাইরুজ্জামান মধু, বর্তমান সভাপতি মো. আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।
এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ বলেন, “যুবদল সব সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি — নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার মধ্য দিয়েই এ আন্দোলনের সফলতা আসবে।”
সভা শেষে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে সফল করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।