বেনাপোলে ধানের শীষের পক্ষে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেনাপোলে ধানের শীষের পক্ষে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক ছবি: খবরপত্র
বেনাপোলে ধানের শীষের পক্ষে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক ছবি: খবরপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বেনাপোল ও শার্শা অঞ্চলে দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকে অংশ নেন। নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যেই এই কর্মসূচি পরিচালনা করেন তিনি।

দিনের শুরুতে তিনি বেনাপোল বাজারের দুর্গাপুর নামাজগ্রাম এলাকায় স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে অনুষ্ঠিত পথসভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন,"আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হলে গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত করা ছাড়া আর কোনো পথ নেই।"

এরপর স্থানীয় এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, ইদ্রিস মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান সজন, যুগ্ম সম্পাদক মেহেরউল্লাহ, আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,"বাংলাদেশকে আর কোনো স্বৈরাচারী শক্তির হাতে তুলে দেওয়া হবে না। আমাদের নারী-সম্মান, স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত আসলে তার প্রতিরোধে জনগণকে সাথে নিয়ে লড়াই করতে প্রস্তুত আছি। জামায়াত ইসলামের প্রতারণা ও ধর্মের অপব্যাখ্যা জনগণকে বিভ্রান্ত করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত—এ ধরনের কথার কোনো ধর্মীয় ভিত্তি নেই।"

তিনি আরও বলেন,"একটি ফ্যাসিস্ট তাড়িয়েছি, আরেকটি ফ্যাসিস্ট এখনো কায়েম আছে। প্রয়োজনে আবার লড়াই করব—গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য।"

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে শার্শা–বেনাপোল অঞ্চলের উন্নয়ন, বন্দরকেন্দ্রিক অর্থনীতি শক্তিশালীকরণ, সড়ক ও শিক্ষা-স্বাস্থ্যখাতে অগ্রগতি, যুবকদের কর্মসংস্থান এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের সুচিন্তিত ও বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়

এলাকার খবর

সম্পর্কিত