বেনাপোলে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেনাপোলে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত ছবি: খবরপত্র
বেনাপোলে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত ছবি: খবরপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বেনাপোল পৌর এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যেই দিনব্যাপী এ নির্বাচনী কর্মসূচি পরিচালনা করেন তিনি।

 শুরুতে তিনি বেনাপোল বাজার এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় দোকানপাট, রাস্তার মোড় ও জনবহুল স্থানে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমর্থন প্রার্থনা করেন।

সন্ধ্যায় তিনি সাদীপুরে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক উঠান বৈঠকে যোগ দেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আ. মালেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলি বিশ্বাস, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, ইদ্রিস মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান সজন, যুগ্ম সম্পাদক মেহেরউল্লাহ, আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম শহীদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,বিগত দিনগুলোতে এই অঞ্চলের মানুষ নানামুখী বৈষম্য, অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। ভোটের মাঠে জনগণের ঢলই আমাদের শক্তি।

তিনি আরও বলেন,আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কৃষি ও ব্যবসাবাণিজ্যের উন্নয়নের জন্য এলাকাভিত্তিক বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছি। আপনাদের একটি ভোট এই অঞ্চলকে পরিবর্তনের পথে নিয়ে যাবে।

উঠান বৈঠকে উপস্থিত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এলাকার খবর

সম্পর্কিত