বেনাপোলে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেনাপোলে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছবি: খবরপত্র
বেনাপোলে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছবি: খবরপত্র

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশে অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে বেনাপোল পোর্ট থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। আওয়ামী ফ্যাসিবাদীরা লগি-বৈঠা দিয়ে নিরস্ত্র মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল। আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লজ্জাজনক।”

বক্তারা অবিলম্বে ২৮ অক্টোবরের সেই গণহত্যার ন্যায়বিচার দাবি করেন এবং দেশের গণতন্ত্র ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক সংকট চলাকালীন ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামীর একটি পূর্বনির্ধারিত সমাবেশ ছিল বায়তুল মোকাররমের উত্তর গেটে। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের কর্মীরা লাঠি ও বৈঠা (যা ‘লগি-বৈঠা’ নামে পরিচিত) নিয়ে জামায়াত-শিবির কর্মীদের ওপর হামলা চালায়, যাতে বহু মানুষ প্রাণ হারান।

এলাকার খবর

সম্পর্কিত