আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল পৌর ও শার্শা উপজেলা জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাওলানা আজিজুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং সহযোগিতা কামনা করা হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ রিয়াছাত আলী। বিশেষ অতিথি ছিলেন থানা কর্ম পরিষদের সদস্য ইমরান হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ সাইদুল ইসলাম, সেক্রেটারি মাসুম বিশ্বাসসহ ওয়ার্ড টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হযরত মাওলানা মোঃ রিয়াছাত আলী বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। আমরা বিশ্বাস করি, তিনি বিজয়ী হলে শার্শা উপজেলাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে সক্ষম হবেন। সেই লক্ষ্যেই আজকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা হয়েছে।”