বেনাপোলে খালেদা জিয়া ও রকিবুল ইসলামের সুস্থতা কামনায় যুবদল-ছাত্রদলের দোয়া মাহফিল

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেনাপোলে খালেদা জিয়া ও রকিবুল ইসলামের সুস্থতা কামনায়  যুবদল-ছাত্রদলের দোয়া মাহফিল ছবি: খবরপত্র
বেনাপোলে খালেদা জিয়া ও রকিবুল ইসলামের সুস্থতা কামনায় যুবদল-ছাত্রদলের দোয়া মাহফিল ছবি: খবরপত্র

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্রুত সুস্থতা কামনায় বেনাপোলে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে বেনাপোলের ভবারবেড় পূর্বপাড়া জামে মসজিদ চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তুহিন, আতিজ্জামান সনি, মহাসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রকিবুল ইসলাম বকুলসহ দলের অন্যান্য অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত আরোগ্য এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত