দেশে বিরাজমান অরাজক পরিস্থিতিতে সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বায় বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার অভিযোগে সারাদেশে যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুর তিনটা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মিছিলে শুরুর পূর্বে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে যুবদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য-সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
কয়েক কিলোমিটারব্যাপী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন যুবদলের সব শাখার কর্মী ও নেতৃবৃন্দ। পরে শাহবাগ মোড় অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান করার পর কেন্দ্রীয় কমিটির নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।