জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাঁধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, ডা. হাবিবুর রহমান, ওবায়দুল ইসলাম জুয়েল, শহিদুল ইসলাম স্বপন, এসকেন্দার হোসেন, আসাফউদ্দৌলা জুয়েল, ফকির তৌহিদুর ইসলাম, ময়েন উদ্দিন আহমেদ, নার্গিস আক্তার লুনা, আবুল কালাম আজাদ, মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, শেখ নাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ বলেন, "আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানও এই আন্দোলনকে এগিয়ে নিয়েছেন। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করছি এবং সকলকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম বলেন, "জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই কর্মসূচি পালন করছি। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা অসুস্থ, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।"