বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ, খবরপত্র ছবি:
বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ, খবরপত্র ছবি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) আছরের নামাজের পড়ে শহরের রনবিজয়পুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এসময় জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন আজকের এই দোয়া মাহফিল, মিলাদ ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করছি। তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন, জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও জনগণের পাশে থেকেছেন।

আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের শক্তি যোগান।

আজকের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ দেশ গড়ার এক প্রতীক। যেমন একটি গাছ বড় হয়ে ছায়া দেয়, তেমনি দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য আশ্রয় ও প্রেরণা হয়ে আছেন।

আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফেরানোর আন্দোলনে কাজ করে যাবো।

আল্লাহ আমাদের সকলকে শক্তি দিন, দোয়া কবুল করুন। 

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, আল ইমরান খান, শামিম মুন্সি, জসিম মিনা, তাজ আহমেদ, নাহিদ ইসলাম ও কাইফ সরদার। এছাড়া বাগেরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখ, মোহাম্মদ জাকারিয়া, আব্দুল্লাহ সরদারসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

এলাকার খবর

সম্পর্কিত