বাগাআঁচড়ায় তৃপ্তির উঠান বৈঠকে বিএনপির নেতাকর্মীদের গণজোয়ার

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বাগাআঁচড়ায় তৃপ্তির উঠান বৈঠকে বিএনপির নেতাকর্মীদের গণজোয়ার ছবি: খবরপত্র
বাগাআঁচড়ায় তৃপ্তির উঠান বৈঠকে বিএনপির নেতাকর্মীদের গণজোয়ার ছবি: খবরপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তির প্রচারণাকে কেন্দ্র করে বাগাআঁচড়ায় উঠান বৈঠক জনসমুদ্রে রূপ নেয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে বাগাআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেতাকর্মীদের ঢল নামে। শার্শা উপজেলার বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠকটি মুহূর্তেই প্রচণ্ড জনসমাগমে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী জনাব মফিকুল হাসান তৃপ্তি। এসময় উপস্থিত ছিলেন শার্শা BNP’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, সহ-সভাপতি শাহাবুদ্দিন, শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, বিএনপি নেতা আব্দুল আহাদ, মনায়েম হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, ছাত্রদল নেতা অপু খানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তব্যে নেতৃবৃন্দ শার্শা উপজেলায় বিএনপির সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে ব্যক্তিগত মতভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

আয়োজকদের মতে, তৃপ্তির এই গণসংযোগ ও উঠান বৈঠক শার্শায় নির্বাচনী রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এলাকার খবর

সম্পর্কিত