নিজামপুরে অভূতপূর্ব উঠান বৈঠকে জনতার ঢল:মুহূর্তেই উঠান বৈঠক রূপ নিলো বিশাল জনসভায়

খবরপত্র ডেস্ক
নিজামপুরে অভূতপূর্ব উঠান বৈঠকে জনতার ঢল:মুহূর্তেই উঠান বৈঠক রূপ নিলো বিশাল জনসভায় ছবি: খবরপত্র
নিজামপুরে অভূতপূর্ব উঠান বৈঠকে জনতার ঢল:মুহূর্তেই উঠান বৈঠক রূপ নিলো বিশাল জনসভায় ছবি: খবরপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নের কেরালখালী–পারিয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ নং নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক অভূতপূর্ব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে উঠান বৈঠক হিসেবে শুরু হলেও মুহূর্তের মধ্যেই জনতার ঢলে তা রূপ নেয় বিশাল জনসভায়। চারদিক থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বৈঠকের সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম আতা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।

এছাড়াও বক্তব্য রাখেন শার্শা থানা ছাত্রদল নেতা রনি আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন কবীর, শার্শা থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আলী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মফিকুল হাসান তৃপ্তি এমপি না হয়েও শার্শা অঞ্চলে উন্নয়ন, কর্মসংস্থান ও মানবিক সেবায় যে ভূমিকা রেখেছেন তা অনুকরণীয়। তার সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে বলে উল্লেখ করেন তারা।

নিজ বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি জাতীয় রাজনীতি, বিএনপির ইতিহাস, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন এবং বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনাই তার একমাত্র লক্ষ্য। তিনি নির্বাচিত হলে শার্শার শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান, বেকার ভাতা, নারীর কর্মদক্ষতা উন্নয়ন, বেনাপোল পোর্টের আধুনিকায়নসহ একাধিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহারুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আ: হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

উঠান বৈঠক শেষে মফিকুল হাসান তৃপ্তি নিজামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসাবাড়ি বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনগণের কাছে ধানের শীষে ভোট চান। পরে তিনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর কবির যুগলের মায়ের কবর জিয়ারত করেন।

এলাকার খবর

সম্পর্কিত