নারীদের অধিকার সুনিশ্চিত করতে উঠান বৈঠক করলেন মফিকুল হাসান তৃপ্তি

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
নারীদের অধিকার সুনিশ্চিত করতে উঠান বৈঠক করলেন মফিকুল হাসান তৃপ্তি ছবি: খবরপত্র
নারীদের অধিকার সুনিশ্চিত করতে উঠান বৈঠক করলেন মফিকুল হাসান তৃপ্তি ছবি: খবরপত্র

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারীদের অধিকার সুনিশ্চিত করতে উঠান বৈঠক করেছেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলার ২নং লক্ষনপুর ইউনিয়নের ৩নং শিকারপুর ও ৫নং লক্ষনপুর ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই মোরল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। এই দফাগুলোর ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং তারা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন,“জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী নেতারা এখন ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তারা বলছে, দাড়ি-টুপি ও পাঞ্জাবি পরিহিতদের ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না— এটি সম্পূর্ণ ভণ্ডামি। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ রাষ্ট্রক্ষমতা চায়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনশার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন,সহ-সভাপতি মো. রুহুল আমিন,আইন বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক,শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল মামুন বাবলু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপন,

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ,লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান,বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন মিন্টু ও সুলতান আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু, সোহাগ ও জিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাইয়ান,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বিপ্লব,ছাত্রদল নেতা সাওনসহ বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এলাকার খবর

সম্পর্কিত