যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি (৪২) রাজধানীর খিলক্ষেত থেকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া এলাকার একটি ভাড়া বাসা (ইয়াসিন সাহেবের বাড়ি) থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ইস্কান্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।
যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া জানান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন জনি। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনীসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া, জনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে "যুবদলের কয়েক নেতাকে বেনাপোল হয়ে ভারতে পাঠানো হয়েছে"—এমন গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।