বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ শুরু করেন। শিকড়ির বটতলা থেকে বের হওয়া এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার ও প্রবীণদের সরব উপস্থিতি দেখা যায়।
ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নুরুজ্জামান লিটন ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে নুরুজ্জামান লিটন বলেন,“বাংলাদেশ জামাতে ইসলামী আজ নিজেকে ইসলামিক দল দাবি করছে। অথচ তাদের অতীত ভুলে যাওয়া উচিত নয় যে বিএনপির সহযোগিতায়ই তারা টিকে ছিল। জামাত আসলে একটি রাজনৈতিক দল, কোনো ইসলামিক দল নয়। তাদের কথিত নেতা ডা. শফিকুর রহমান পূর্বে কমিউনিস্ট রাজনীতি করতেন। একজন কমিউনিস্ট মানুষ কিভাবে ইসলামিক দলের নেতা হতে পারেন, তা জনগণ ভালো করেই জানে।”
তিনি আরও বলেন,“যারা ইসলামের জন্য সত্যিকারের ত্যাগ স্বীকার করেছেন, যারা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আলেম, তারাই প্রকৃত ইসলামিক দল পরিচালনা করতে পারেন। হেফাজতে ইসলামকে আমরা ইসলামিক দল মনে করি কারণ শাপলা চত্বরে তারা ইসলামের পক্ষে রক্ত দিয়েছে। অথচ জামাত কখনো কুরআন-সুন্নাহ রক্ষায় আন্দোলন করেনি।”
এসময় তিনি জামাতের ভোট দিয়ে জান্নাত পাওয়ার মতো বক্তব্যকে ‘নাফরমানি’ বলে আখ্যা দেন এবং বলেন, “আল্লাহর রাসূল (সা.) কখনো বলেননি যে ইসলামিক দল করে বেহেশতের চাবি দেওয়া হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সদ্দার প্রমুখ।
এছাড়াও কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।