গোপালগঞ্জের মহাসড়কে রাত থেকে পড়ে ছিল 'অবরোধের গাছ'। থমথমে পরিস্থিতিতে কেউ সাহস করেনি সরানোর। সবাইকে অবাক করে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জ হয়ে পরিবারসহ ঢাকায় আসার পথে সেই গাছ সরিয়ে আলোচনায় এসেছেন আমেরিকা প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CPA) রফিকুল ইসলাম জগলু। গাড়ি থেকে নেমে প্রথমে একাই গাছটি সরানোর চেষ্টা করেন তিনি। পরে তার সঙ্গে যোগ দেন ছেলে রেহান জাহিন। রফিকুল ইসলাম এক পর্যায়ে কয়েকজন পথচারীকে সাহস দিয়ে পাশে ডাকেন। এরপর সবাই মিলে গাছটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন। খোঁজ নিয়ে জানা গেছে, রফিকুল ইসলাম জগলুর বাড়ি বাগেরহাটে। বর্তমানে যুক্তরাষ্ট্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী এই শিক্ষার্থী ছাত্রজীবনে অধিকাংশ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটরও নির্বাচিত হন। পরে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমান।