আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই-আগস্ট মাসে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া যোদ্ধাদের স্মরণে বাগেরহাটে স্মরণ সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে শহরের বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্ট ইতিহাসের বেদনাবিধুর সময়। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে প্রাণ হারিয়েছেন অসংখ্য ছাত্র নেতা-কর্মী। গতবছর আজকের এই দিনে আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম শহীদ হন। তাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে ছড়িয়ে পড়েছিল। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।”
স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান,জসিম মিনা, আল-আমিন শেখ, রোহিত হালদার, কাইফ সরদার, ইমন শেখ, আলিফ শেখ, তানিম সিকদার,জিসান, আব্দুল্লাহ সরদার প্রমুখ।
সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আল ইমরান বলেন আজকের স্বরন সভায় স্বরন করতেছি জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে এবং স্বরন করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রত্ন ছাত্রদলের প্রথম শহীদ বীর চট্রলার সাহসী সন্তান শহীদ ওয়াসিমকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নিক, আজকের এই স্বরন সভা থেকে একটা কথা বলতে চাই ২৪ এর আন্দোলন কারও একার সম্পত্তি না, বাংলাদেশের আপামর সবাই এই আন্দোলনের অংশীদার।
ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের ত্যাগ আমাদের পথ দেখাবে। আমরা তাঁদের আদর্শ বুকে ধারণ করে সামনের আন্দোলনকে আরও বেগবান করবো।