ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ ১৯ জুলাই

খবরপত্র ডেস্ক
ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ ১৯ জুলাই ছবি: সংগৃহীত
ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ ১৯ জুলাই ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই (শুক্রবার) বেলা ২টায় শুরু হতে যাওয়া এই ‘জাতীয় সমাবেশ’ ঘিরে ইতিমধ্যে দলটির শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামায়াতে ইসলামী কখনো জনসভা করেনি। এটি হবে আমাদের প্রথম সমাবেশ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা ও বিতর্কের মধ্যেই দলটি এই সমাবেশ করতে যাচ্ছে। দলীয় সূত্র জানায়, সমাবেশের মূল উদ্দেশ্য হলো সুষ্ঠু নির্বাচনের দাবি, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, সংখ্যানুপাতিক (PR) ভোট ব্যবস্থা চালু ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জনমত তৈরি।

এই সমাবেশ সফল করতে দলের আমিরসহ কেন্দ্রীয় নেতারা ঢাকাসহ দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে আহ্বায়ক করে সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে একাধিক উপকমিটিও কাজ শুরু করেছে।

এক দলীয় অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, “শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামি ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথেই আমাদের এই সমাবেশ হবে একটি টার্নিং পয়েন্ট।”

উল্লেখ্য, পাকিস্তানে ১৯৪১ সালে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীর বাংলাদেশ শাখা স্বাধীনতার পর দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল। ১৯৭৯ সালে দলটি নতুনভাবে কার্যক্রম শুরু করে এবং ১৯৮০ সালে বায়তুল মোকাররমে প্রথম প্রকাশ্য সভা করে। তবে এতদিনেও সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে কোনো সমাবেশ করেনি জামায়াত।

এর আগে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামপন্থী দলগুলো এই উদ্যানে মহাসমাবেশ করলেও জামায়াত সর্বশেষ পল্টনে এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে একটি জনসমাবেশ করে।

এই সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে জামায়াতের শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন।

এলাকার খবর

সম্পর্কিত