গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, “গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে।”
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ওপর প্রতিক্রিয়া জানাতে এবং আন্দোলনরত দলগুলোর পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঐকমত্য কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে গণভোটের তারিখ উল্লেখ করা হয়নি। এর মাধ্যমে গণভোটের বিষয়টি অনিশ্চিত রেখে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ‘বল’ চলে গেছে সরকারের কোর্টে, তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “যদি ঐকমত্য কমিশন নভেম্বরে গণভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করত, তাহলে পরিস্থিতি স্বাভাবিক থাকত। এখন সরকারের দায়িত্ব জাতিকে সংকটমুক্ত করা এবং রাজনৈতিক অচলাবস্থা দূর করা।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিকে দিকনির্দেশনা দেওয়া এবং রাজনীতির আকাশে জমে থাকা মেঘ দূর করা এখন তাঁর দায়িত্ব।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ৩ নভেম্বর সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।