জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।
গত কয়েকদিন ধরে এনবিআরের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে মারাত্মকভাবে ব্যাহত হয় রাজস্ব আহরণ কার্যক্রম। রোববার দ্বিতীয় দিনের মতো চলছিল ‘কমপ্লিট শাটডাউন’ ও বিক্ষোভ কর্মসূচি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার বিকেলে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও শীর্ষ ব্যবসায়ী নেতারা। সন্ধ্যায় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর সংস্কার নিয়ে আলোচনা করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, একইদিন সরকার এক বিবৃতিতে এনবিআরের সব ধরনের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত জানায় এবং আন্দোলনকারীদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, কাজে যোগ না দিলে অর্থনীতি ও জনগণের স্বার্থে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এছাড়া, এনবিআরের ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সকল পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় সাময়িক স্বস্তি ফিরে এসেছে জাতীয় রাজস্ব ব্যবস্থায়। তবে, সংস্কার কমিটির সুপারিশ ও পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে সবাই।