যশোরে মসজিদে সিইসি'র নামাজ আদায় ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়ায় অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | খবরপত্র
যশোরে মসজিদে সিইসি'র নামাজ আদায় ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়ায় অংশগ্রহণ, খবরপত্র ছবি:
যশোরে মসজিদে সিইসি'র নামাজ আদায় ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়ায় অংশগ্রহণ, খবরপত্র ছবি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষপ্রান্তে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই। তবে এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়—এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

আজ শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে যশোরে কালেক্টরেট মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত