আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

খবরপত্র ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ছবি: খবরপত্র
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ছবি: খবরপত্র

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে চিফ প্রসিকিউটর কার্যালয়। এ তথ্য সংবাদকর্মীদের জানিয়ে হোয়াটসঅ্যাপ বার্তায় নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

বার্তায় জানানো হয়, মামলাটির অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। যদিও অভিযোগ দাখিলের তারিখ ছিল গতকাল রোববার, তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তখন তা দাখিল সম্ভব হয়নি।

গত ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলাটির তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয়। তদন্ত প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং সরকারবিরোধী আন্দোলন তীব্রতর হয়।

এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হলে এটি চলমান ছাত্র আন্দোলনের ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে বিবেচিত হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট মহল।

এলাকার খবর

সম্পর্কিত