ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণমানুষের বিজয়ের স্মৃতিকে ধারণ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আগামী ৫ আগস্ট, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদ বিরোধী দিবস’ হিসেবে পালন করবে।
এ উপলক্ষে সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ ও সেখান থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পথ ধরে দেশের শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এই অর্জনের এক বছর পূর্তিতে দিনটি ‘Anti-Fascist Day’ হিসেবে পালন করা হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখবেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাঁরা গণমিছিলের নেতৃত্বও দেবেন।
এ বিষয়ে জেএসডির সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবীব গণমাধ্যমকে জানান, “শহীদদের স্মরণ ও রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গণমাধ্যমে যথাযথ প্রচারের জন্য আপনারা প্রতিনিধিদের উপস্থিত রাখবেন বলে আশা করি।”
এই কর্মসূচির মধ্য দিয়ে জেএসডি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের সংগঠিত প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে চায় বলে দলটির নেতৃবৃন্দ জানিয়েছেন।