বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) যশোর ও খুলনা অঞ্চলের জন্য আগামী দুই বছরের আঞ্চলিক কমিটি ঘোষণা করেছে। সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, সামাজিক বন বিভাগ এবং ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন কুষ্টিয়ার সামাজিক বন বিভাগের জনাব মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের জনাব মোঃ মহসিন আলী।
২০০৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন দেশের বন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রেখে আসছে। সংগঠনের অস্থায়ী কার্যালয় বর্তমানে ঢাকা জেলার কেরাণীগঞ্জের মুন সিটি-২, আরশিনগরে অবস্থিত।
১৪ আগস্ট ২০২৫ তারিখে অনুমোদিত নতুন আঞ্চলিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মিজানুর রহমান (সামাজিক বন বিভাগ, কুষ্টিয়া) এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জনাব মোঃ আনোয়ার হোসেন (সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা)। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন জনাব চিন্ময় মধু (সামাজিক বন বিভাগ, বাগেরহাট) এবং জনাব দিলীপ মজুমদার (সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট)।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন জনাব মোঃ মহসিন আলী (সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের দুই কর্মকর্তা—জনাব মোঃ ছাবেত ও জনাব নাসির উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জনাব নাসির উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জনাব সরদার মোহাম্মদ মঈন উদ্দিন (সামাজিক বন বিভাগ, ফরিদপুর)।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন জনাব মীর সাইদুর রহমান (ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ, খুলনা) এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন জনাব মোঃ মোস্তাকিম বিল্লাহ (সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন জনাব মোঃ তানভীর আহম্মেদ (সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট)। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক হয়েছেন জনাব মোহাম্মদ ইফতেখার রাজীব এবং আইন বিষয়ক সম্পাদক হয়েছেন জনাব আসাদুজ্জামান তিনজনই সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জনাব মোঃ সানোয়ার হোসেন, জনাব মোঃ হাফিজুর রহমান, জনাব আবু বক্কর সিদ্দিক, জনাব অভিক চৌধুরী, জনাব সুরেশ চন্দ্র মিস্ত্রি এবং জনাব মোঃ মাসুদুর রহমান। এ ছাড়া উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন জনাব সুরজিৎ কুমার চৌধুরী, জনাব প্রেমানন্দ মজুমদার, জনাব সমীরণ কুমার বিশ্বাস এবং জনাব মোঃ ইরফান উদ্দিন।
উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করেছেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল হাছান এবং সদস্য সচিব খান জুলফিকার আলী।
নতুন আঞ্চলিক নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে, তারা বন বিভাগের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং বনকর্মীদের পেশাগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।