বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, রূপসী রূপসার কৃতি সন্তান, তেরখাদা-দীঘলিয়ার গণমানুষের নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সফল সভাপতি ও সাধারণ সম্পাদক জননেতা আজিজুর বারী হেলাল এর জন্মদিন উপলক্ষে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিএনপি, যুবদল ও ছাত্রদল পরিবারে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা, অফুরন্ত ভালোবাসা ও নিরন্তর শুভকামনা জানাচ্ছেন।
যশোর জেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়—আজিজুর বারী হেলাল ভাই ছাত্রদলের সোনালী অতীতের উজ্জ্বল প্রতীক। ছাত্ররাজনীতির মাধ্যমে বেড়ে ওঠা এই নেতা খুলনা-০৪ আসনে ধানের শীষের ভরসার কান্ডারী হয়ে উঠেছেন।
যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি (খুবি) আশরাফুল কবির সুমন শুভেচ্ছা জানিয়ে বলেন,
"আজিজুর বারী হেলাল ভাই আমাদের অভিভাবক, শ্রদ্ধেয় বড় ভাই। তিনি ছাত্রদলের সোনালী ফসল হয়ে আজও জাতীয়তাবাদী আদর্শে অটল ও দৃঢ়ভাবে রাজনীতি করে যাচ্ছেন। তার হাত ধরে অসংখ্য ছাত্রনেতা রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছেন।"
তিনি আরও বলেন, “আমরা মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি—প্রিয় নেতা আজিজুর বারী হেলাল ভাইকে সুস্থতা ও দীর্ঘ নেক হায়াৎ দান করুন, যাতে তিনি গণমানুষের অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা রাখতে পারেন।”
জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মী শুভেচ্ছা জানিয়ে বলেন, জননেতা হেলাল ভাই শুধু খুলনা নয়, বরং সারা দেশের জাতীয়তাবাদী জনতার কাছে আস্থার প্রতীক ও সংগ্রামী নেতৃত্বের প্রতিচ্ছবি।
উল্লেখ্য, জনাব আজিজুর বারী হেলাল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে তার অগ্রযাত্রা আজও কর্মীদের মাঝে অনুপ্রেরণা হয়ে আছে।