মাইলস্টোনের শিক্ষার্থীদের বাবা-মায়ের খোঁজ করছেন তারকারা

বিনোদন ডেস্ক। খবরপত্র
মাইলস্টোনের শিক্ষার্থীদের বাবা-মায়ের খোঁজ করছেন তারকারা, খবরপত্র ছবি:
মাইলস্টোনের শিক্ষার্থীদের বাবা-মায়ের খোঁজ করছেন তারকারা, খবরপত্র ছবি:


রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। দুর্ঘটনার পর পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আহত শিক্ষার্থীদের ছবি ও পরিচয়পত্র। নিখোঁজ ও আহত শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগের আহ্বান জানাচ্ছেন নেটিজেনরা। এই মানবিক উদ্যোগে শামিল হয়েছেন দেশের বহু তারকাও।

চিত্রনায়িকা তমা মির্জা নিজের ফেসবুকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর আইডি কার্ডের ছবি পোস্ট করে লিখেছেন—
“এই বাচ্চাটাকে কেউ চিনলে জানাবেন প্লিজ? ও আমার স্কুল ফ্রেন্ডের ভাইয়ের অফিসে আছে, নিরাপদে আছে। তবে কোনো ঠিকানা বা পরিচয় কিছু বলতে পারছে না। কেউ চিনতে পারলে ইয়াহিয়া হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করুন।”

এছাড়াও, জুনায়েত ইসলাম নামের আরও এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আইডি কার্ড ভাইরাল হয়েছে। নেটিজেনদের পাশাপাশি তারকারাও পোস্টটি শেয়ার করছেন। পোস্টে বলা হয়েছে—
“এই বাচ্চাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হচ্ছে। এখনো কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। কেউ চিনে থাকলে দয়া করে এই নম্বরে যোগাযোগ করুন: ০১৮১১৬৯৬০৩৩।”

এইসব পোস্ট তারকাদের সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তারা আহত শিক্ষার্থীদের জন্য দোয়া করছেন এবং জনগণকে পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন। অনেকেই রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, দুর্ঘটনার পর থেকে মাইলস্টোন স্কুলের অভিভাবকরা উত্তরা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ছুটে যাচ্ছেন সন্তানদের খোঁজে। হাসপাতালের জরুরি বিভাগে এখন শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের এই মানবিক অংশগ্রহণ জনমনে সাড়া ফেলেছে। সংকটময় এই সময়ে সবার প্রতি আহ্বান—আহত ও নিখোঁজ শিশুদের সন্ধান ও সহায়তায় এগিয়ে আসুন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত