অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা সমসাময়িক নির্বাচন পরিস্থিতি ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে জানানো হয়েছে।
এর আগে একই দিন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক এক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলতি বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।
প্রধান উপদেষ্টা আগামী বছরের হজ ব্যবস্থাপনাও যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরুর জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকগুলোতে আন্তরিক পরিবেশে আলোচনা হয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।