জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অংশগ্রহণ

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অংশগ্রহণ, খবরপত্র ছবি:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অংশগ্রহণ, খবরপত্র ছবি:

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীর তরুণদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক স্মরণসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই ত্যাগ বৃথা যাবে না, শহীদদের রক্তের ঋণ শোধ হবে মানুষের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে।”

যুবদলের নেতারা আরও বলেন, বর্তমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। আমরা তাদের স্বপ্ন পূরণে আন্দোলন চালিয়ে যাব।

উক্ত সমাবেশে যুবদলের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

এলাকার খবর

সম্পর্কিত