গনতন্ত্র তুমি কোথায় মোঃ ইমরানুজ্জামান আকাশের কবিতা

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
গনতন্ত্র তুমি কোথায় মোঃ ইমরানুজ্জামান আকাশ, খবরপত্র ছবি:
গনতন্ত্র তুমি কোথায় মোঃ ইমরানুজ্জামান আকাশ, খবরপত্র ছবি:

গনতন্ত্র তুমি কোথায়

মোঃ ইমরানুজ্জামান (আকাশ)   

ডাকসু খাইলো 

রাসকু খাইলো

খাইলো ধর্মের মাথা

প্রানের বাংলাদেশ, 

 তোমার সারা অংগে ব্যাথা। 

একাত্তর গেলো

চব্বিশ আইলো 

গনতন্ত্র তুমি কোথায়

বাংলাদেশ তুমি কাতরে উঠো

অসীম, আবু সাইদের ব্যাথায়।

 রাজাকার গেলো

সৈরাচার গেলো

পালালো শেখের বেটি

বাংলাদেশ তোমার মাটিতে

গেড়ে বসেছে, ধর্ম ব্যবসায়ীর ঘাটি।

এলাকার খবর

সম্পর্কিত