ইসির প্রাথমিক বাছাইয়ে ফেল এনসিপি, শর্ত পুরণের সময় ১৫ দিন

খবরপত্র প্রতিবেদক
নিবন্ধনে ইসির প্রাথমিক বাছাইয়ের শর্ত পুরণে ব্যার্থ এনসিপি ছবি: খবরপত্র
নিবন্ধনে ইসির প্রাথমিক বাছাইয়ের শর্ত পুরণে ব্যার্থ এনসিপি ছবি: খবরপত্র

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদন জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এত বিশাল পরিমাণ নথি জমা দেওয়ার পরও প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি দলটি।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “প্রথম ধাপে ৬২টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোকেও চিঠি পাঠানো হবে। যেসব দলে ঘাটতি রয়েছে, তাদের ১৫ দিনের সময় দেওয়া হবে তা পূরণের জন্য।”

এর আগে, নিবন্ধন শর্ত পূরণে প্রয়োজনীয় কাগজপত্র ট্রাকে করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জমা দেয় এনসিপি। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনের ভেতরে গিয়ে আবেদনপত্রসহ অন্যান্য নথি জমা দেয়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “নিবন্ধনের জন্য ইসির দেওয়া সব শর্ত পূরণে প্রয়োজনীয় কাগজপত্র আমরা জমা দিয়েছি। ট্রাকে করে নথিগুলো নিয়ে আসা হয়। প্রতিনিধি দল মূল আবেদনপত্রসহ সব ডকুমেন্ট জমা দিয়েছে।”

তবে কমিশনের যাচাইয়ে দেখা গেছে, দলটি এখনো নিবন্ধনের প্রাথমিক শর্তগুলো পূরণ করতে পারেনি। ফলে এনসিপিসহ আরও কিছু দলকে ১৫ দিনের সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।

বিষয়:

এনসিপি ইসি
এলাকার খবর

সম্পর্কিত