জামায়াতে ইসলামীর সমর্থন, জুলাই সনদের গণভোটে ‘হ্যাঁ’ বলবে ৮ দল

খবরপত্র ডেস্ক
জামায়াতে ইসলামীর সমর্থন, জুলাই সনদের গণভোটে ‘হ্যাঁ’ বলবে ৮ দল ছবি: খবরপত্র
জামায়াতে ইসলামীর সমর্থন, জুলাই সনদের গণভোটে ‘হ্যাঁ’ বলবে ৮ দল ছবি: খবরপত্র

জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিতব্য গণভোটে ‘সংস্কারের পক্ষে’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলীয় জোট। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তাঁদের দলসহ আটটি রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে সংস্কারের পক্ষে অবস্থান নেবে এবং জনগণকেও সেই আহ্বান জানানো হবে।

আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে আট দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এর আগে বেলা ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু বহু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে একটি দল ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসছে। তাই জাতিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, জনগণের কাছে পরিষ্কার ধারণা দিতে সরকার যেন নির্বাচনী কমিশনের ওয়েবসাইট, প্রচারপত্র ও গণমাধ্যমে সংস্কারের আগের ও বর্তমান কাঠামো উন্মুক্তভাবে তুলে ধরে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে একটি দলের কর্মীরা ‘না’ ভোটের প্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, “এর মাধ্যমে কারা সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারছে। গোটা জাতি সংস্কারের পক্ষে।”

সাম্প্রতিক সময়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের করা অভিযোগ— তিনজন উপদেষ্টা সরকারপ্রধানকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন— প্রসঙ্গে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে আছে। প্রয়োজনে তা প্রকাশ করা হবে।”

এ ছাড়া আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে আট দলের কোনো কর্মসূচি থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আগের মতোই মাঠে থাকবে আট দল। কোনো নাশকতা করতে দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারসহ আট দলের শীর্ষ নেতা।

 

এলাকার খবর

সম্পর্কিত